West Bengal Board Geography class 10 Chapter 5
(ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ)
WBBSE দশম শ্রেণী ভূগোল পঞ্চম অধ্যায় - ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ।
Class 10 Geography Chapter 5, Class 10 Geography
মাধ্যমিক ভূগোল দশম শ্রেণী পঞ্চম অধ্যায় মাধ্যমিক প্রশ্ন ও উত্তর সংক্ষিপ্ত এবং ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর এখানে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো, ঠিক ভুল নির্বাচন করো মাধ্যমিকের ইম্পরট্যান্ট সাজেশন মাধ্যমিক নোট এগুলো পড়লে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যাবে।
Class 10 Geography Chapter 5 ভারতের প্রাকৃতিক পরিবেশ।
Class 10 ভূগোল পঞ্চম অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশ West Bengal Board ক্লাস টেন ভূগোল।
(A) বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ।
1. ভারতের রাজ্য পূর্ণ গঠনের মূল ভিত্তি ছিল- Madhyamik 2019
[A] ভাষা
[B] ভূ প্রাকৃতিকতা সাদৃশ্য
[C] অর্থনৈতিক কাজে সাদৃশ্য
[D] খাদ্যের সাদৃশ্য
উত্তর- [A] ভাষা
2. ভারতের নবীনতম রাজ্যটি হল- Madhyamik 2017
[A] তেলেঙ্গানা
[B] উত্তরাখান্ড
[C] ছত্রিশগড়
[D] গোয়া
উত্তর- [A] তেলেঙ্গানা
3. ব্যারেন দ্বীপটি হল এক ধরনের-
[A] প্রবাল দ্বীপ
[B] মহাদেশীয় দ্বীপ।
[C] উপ সাগরীয় দ্বীপ
[D] আগ্নেয় দ্বীপ
উত্তর- [D] আগ্নেয় দ্বীপ
4. মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে বলা হয়- Madhyamik 2010
[A] কোঙ্কন
[B] করমন্ডল
[C] মালাবার
[D] কোনটাই নয়
উত্তর- [A] কোঙ্কন
5. ডেকান ট্র্যাপ দেখা যায়-
[A] পূর্ব ভারতে
[B] হিমালয়ে
[C] আরাবল্লীতে
[D] দক্ষিণাত্যে
উত্তর- [D] দক্ষিণাত্য
6. ভারতের একটি সক্রিয় বদ্দীপ সমভূমি হল-
[A] বেট
[B] রূর
[C] সুন্দরবন
[D] ভাবর
উত্তর [C] সুন্দরবন
7. ভারতের নবীনতম রাজ্যটি হল-। Madhyamik 2017
[A] তেলেঙ্গানা
[B]উত্তরাখান্ড
[C] ছত্রিশগড়
[D] গোয়া
উত্তর- [A] তেলেঙ্গানা
8. ভারতের সাতপুরা যে ধরনের পর্বতের উদাহরণ- Madhyamik 2011
[A] আগ্নেয়
[B] ক্ষয়জাত
[C] ভঙ্গিল
[D] স্তুপ
উত্তর- [D] স্তুপ
9. নিম্নলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়- Madhyamik 2018
[A] অন্ধ্রপ্রদেশ
[B] মধ্যপ্রদেশ
[C] উত্তর প্রদেশ
[D] বিহার
উত্তর- [A] অন্ধ্রপ্রদেশ
10. উত্তর-পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হল- Madhyamik 2017
[A] পশ্চিম ঝঞ্ঝাট
[B] কালবৈশাখী
[C] লু
[D] আঁধি
উত্তর- [D] আঁধি
11. ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল-। Madhyamik 2017
[A] জুমচাষ
[B] ফালিচাষ
[C] পশুচরণ
[D] জলসেচ
উত্তর- [B] ফালিচাষ
12 ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হল-
[A] জলাশয়
[B] জলধারা
[C] খাল
[D] কূপ ও নলকূপ
উত্তর- [D] কূপ ও নলকূপ
13. শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে- Madhyamik 2018
[A] ভাঙ্গার
[B] ভাবর
[C] বেট
[D] খাদার
উত্তর- [B] ভাবর
14. নিম্নলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়- Madhyamik 2018
[A] অন্ধ্রপ্রদেশ
[B] বিহার
[C] মধ্যপ্রদেশ
[D] উত্তর প্রদেশ
উত্তর [A] অন্ধ্রপ্রদেশ
15. ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম হল-
[A] ত্রিপুরা
[B] গোয়া
[C] সিকিম
[D] মিজোরাম
উত্তর- [B] গোয়া
16. বছরের দুবার বৃষ্টিপাত হয় কোথায়?
[A] মৌসিনরামে
[B] হিমালয় পর্বতে
[C] শিলং
[D] তামিলনাড়ুতে
উত্তর- [D] তামিলনাড়ুতে
17. ঝাড়খণ্ডের রাজধানীর নাম-
[A] রাঁচি
[B] আগরতলা
[C] দেরাদুন
[D] হায়দ্রাবাদ
উত্তর- উত্তর- [A] রাঁচি
18. আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান-
[A] ষষ্ঠ
B] সপ্তম
[C] পঞ্চম
[D] প্রথম
উত্তর- [B] সপ্তম
19. ভারতের সর্ববৃহৎ কেন্দ্রশাসিত অঞ্চল হল-
[A] পাঞ্জাব
[B] দাদরা
[C] আন্দামান নিকোবর
[D] জম্মু-কাশ্মীর
উত্তর- [D] জম্বু ও কাশ্মীর
20. ম্যাকমোহন লাইনটি দেখা যায়-
[A] রাজস্থানে
[B] সিকিমে
[C] পশ্চিমবঙ্গে
[D] অরুণাচল প্রদেশে
উত্তর D অরুণাচল প্রদেশে
21. ভারতে বর্তমানে মোট অঙ্গরাজ্যের সংখ্যা-
[A] ২৫ টি
[B] ২৬ টি
[C] ২৯ টি
[D] ৩০ টি
উত্তর [C] ২৯ টি
22. নাগাল্যান্ডের রাজধানী নাম হল-
[A] গ্যাংটক
[B] আগরতলা
[C] শিলং
[D] কোহিমা
উত্তর- [D] কোহিমা
{B} নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো।
1. ভেমlবানাদ হল ভারতের বৃহত্তম উপহ্রদ। Madhyamik 2008
উত্তর- অ
2. ব্যারেন দ্বীপ হলো মৃত অগ্নিগিরির উদাহরণ। Madhyamik 2013
উত্তর- অ
3. ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্র্যাপ। Madhyamik 2019
উত্তর- অ
4. পশ্চিমবঙ্গের উত্তরাংশ তরাই ভূমিকে ডুয়ার্স বলে।
উত্তর- শু
5. চিলকা ভারতের পূর্ব উপকূলে র একটি উপ হ্রদ। Madhyamik 2012
উত্তর- শু
6. ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল গডউইন অস্ট্রিন। Madhyamik 2015
উত্তর- অ
7. লাডাক মালভূমি লাভা মালভূমির উদাহরণ। Madhyamik 2016
উত্তর- অ
8. বিহার ও ছত্রিশগড় রাজ্য ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায। Madhyamik 2019
উত্তর- অ
9. গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙ্গড় বলে । Madhyamik 2019
উত্তর- শু
10. ভারতের অধিকাংশ ধান শীতকালে রবিশস্য হিসাবে চাষ করা হয়। Madhyamik 2017
উত্তর- অ
11. কার্পাস চাষের জন্য সবচেয়ে উপযুক্ত হলো লবণাক্ত মৃত্তিকা। Madhyamik 2013
উত্তর- অ
12. সাতপুরা ভারতের একটি আগ্নেয় পর্বতের উদাহরণ । Madhyamik 2014
উত্তর- অ
13. আসাম ভারতের বৃহত্তম চা উৎপাদক রাজ্য। Madhyamik 2014
উত্তর- শু
14. ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র ওড়িষ্যার কটক এ অবস্থিত। Madhyamik 2016
উত্তর- শু
15. চিলকা, ভারতের পূর্ব উপকূলের একটি উপহ্রদ বা লেগুন। Madhyamik 2012
উত্তর- শু
16. সিন্ধুর উপনদী হল শিয়ক।
উত্তর- শু
17. রান শব্দের অর্থ কর্দমাক্ত ও লবণাক্ত নিম্নভূমি।
উত্তর- শু
18. যোগ জলপ্রপাত কর্ণাটক রাজ্যে অবস্থিত।
উত্তর- শু
19. কৃষ্ণা, পূর্ব বাহিনী নদী।
উত্তর- শু
20 ইন্দিরা গান্ধী খাল রাজস্থানে অবস্থিত।
উত্তর- শু
21. পৃথিবীর কৃত্রিম বদ্বীপ গঙ্গা নদীর বদ্বীপ।
উত্তর- শু
22. পড়াজল মাটি আম্লিক প্রকৃতির হয়।
উত্তর- শু
23. ওক হলো একটি সরলবর্গীয় উদ্ভিদ।
উত্তর- শু
24. ভারতের একটি শুষ্ক অঞ্চল হল বিকানির।
উত্তর- শু
25. ল্যাটেরাইট মৃত্তিকা ছোটনাগপুরে পাওয়া যায়।
উত্তর- শু
26. পার্বত্য অঞ্চলে ডালপালা পচে ইউমাস সৃষ্টি হয়।
উত্তর- শু
27. ভারতের সর্বশেষ পূর্বতম স্থান হল কিবিথু।
উত্তর- শু
28. তুঙ্গভদ্রা নদীটি হল কৃয়ার উপনদী।
উত্তর- শু
29. ইন্দিরা খাল রাজস্থানে অবস্থিত।
উত্তর- শু
30. ছত্রিশগড়ের দক্ষিণে দণ্ডকারন্য মালভূমি অবস্থিত।
উত্তর- শু
31. ভারতের সবচেয়ে উঁচু পর্বত শ্রেণীর নাম কারাকোরাম।
উত্তর- শু
32. জোজিলা গিরিপথ দিয়ে কাশ্মীর থেকে লে পর্যন্ত যাওয়া যায়।
উত্তর- শু
(C) শূন্যস্থান পূরণ করো।
1. ------মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ। Madhumeh 2018
উত্তর- শিলং
2. রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়----- সালে।
উত্তর- ১৯৫৩
3. ভারতের কোন মাটি ------- কার্পাস? চাষের জন্য আদর্শ। Madhyamik 2017
উত্তর- কৃষ্ণ মৃত্তিকা
4. মালাবার উপকূলের হ্রদগুলি স্থানীয় ভাষায় -------- নামে পরিচিত।
উত্তর- কয়াল।
5. কচ্ছ শব্দের অর্থ ------- ।
উত্তর- জলময় দেশ
6. মুম্বাই কে ভারতের ---------- বলা হয়।
উত্তর- প্রবেশদ্বার
7. মরুস্থুলি কথাটির অর্থ --------- কি?
উত্তর- মৃতের দেশ
8. --------প্যাসেজ দ্বারা গ্রেট আন্দামান ও লিটিল আন্দামান পৃথক হয়েছে।
উত্তর- ডানকান
9. পূর্বঘাট পর্বতের অপর নাম।
উত্তর- মলয়াদ্রি
10. Soil শব্দটি ল্যাটিন ---- শব্দ থেকে এসেছে।
উত্তর- Solum
11. ----- এর পরিমাণ বেশি থাকলে মাটির রং কালো হয়।
উত্তর- হিউমাস
12. ভারতের ------ রাজ্যে সর্বপ্রথম বর্ষা এসে আঘাত করে।
উত্তর- কেরেল
13. মিজোরামের রাজধানী হল ----- ।
উত্তর- আইজল
14. ------ মাটির গটন মৌমাছির চাকের মত।
উত্তর- ল্যাটেরাইট
15. পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল হলো ------।
উত্তর- মেদিনীপুর খাল
16. থর মরুভূমির বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম ------- ।
উত্তর- সম্বর
17. লাদাখ মালভূমির প্রধান গিরিপথের নাম ------ ।
উত্তর- খারদুংলা
18. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে যে অরণ্য প্রধানত দেখা যায় সেটি হল -----?
উত্তর- ক্রান্তীয় চিরহরিৎ
19. ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যটি হলো -----।
উত্তর- রাজস্থান
20. ------ আখ চাষের জন্য ক্ষতিকর।
উত্তর- তুহিন
(D) এক বা দুইটি বাক্যে উত্তর দাও।
1. দুন কি? Madhyamik 2010
উত্তর- শিবালিক ও হিমাচল হিমালয়ের মধ্যবর্তী সরু উপত্যকাকে দুন বলে।
2. নাঙ্গা পর্বত কোথায় অবস্থিত? Madhyamik 2003
উত্তর- পিরপাঞ্জাল ও কারাকোরাম পর্বত শ্রেণীর মাঝে অবস্থিত।
3. শিবালিক পর্বত শ্রেণী কোথায় অবস্থিত?
উত্তর- ভারতের উত্তরে হিমাদ্রি হিমালয়ের পাদদেশে।
4. মেঘালয়ের উচ্চতম অংশটির নাম কি ?
উত্তর- শিলং
5. ভারতের দক্ষিণতম স্থান কোনটি?
উত্তর- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণে ইন্দিরা পয়েন্ট।
6. ভারতের পশ্চিমতম স্থান কোনটি?
উত্তর- গুজরাটের গৃহার মেটার
7. ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি? Madhyamik 2017
উত্তর- গিয়াং লা।
8. সাতপুরা পর্বতের উচ্চতম শৃঙ্গটির নাম কি?
উত্তর- ধূপগড়
9. ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখ? Madhyamik 2018
উত্তর- দামোদর উপত্যকা পরিকল্পনা।
10. ভারতের কোন রাজ্যটি সর্বাধিক বৃষ্টির জল সংরক্ষণ করে? Madhyamik 2019
উত্তর- তামিলনাড়ু।
11. দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম লেখ? Madhyamik 2011
উত্তর- গোদাবরী
12. ভারতের ২৯ তম রাজ্যের নাম কি? Madhyamik 2017
উত্তর- তেলেঙ্গানা
13. সাগর সম্রাট কি? Madhyamik 2008
উত্তর- ভাসমান তেল কূপ খননকারী জাহাজ।
14. ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? Madhyamik 2018
উত্তর- গুজরাটের গির অরণ্যে
15. ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? Madhyamik 2019
উত্তর- জেবোফাইট জাতীয় উদ্ভিদ দেখা যায়।
16. ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোথায় সবচেয়ে বেশি বনভূমি দেখা যায়?
উত্তর- আন্দামান।
17. ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত?
উত্তর- দেরাদুন
18 হ্যালোফাইট কি?
উত্তর- সুন্দরবন অরন্যর উদ্ভিদ গুলিকে হ্যালোফাইট বলা হয়।
19. সাভানা কাকে বলা হয়?
উত্তর- শুষ্ক পর্ণমোচী অরণ্য জঙ্গলকে ভারতের সাভানা বলা হয়।
20. কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্টি হ্রদগুলিকে কি বলে?
উত্তর- তাল
(E) সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর।
1. ভারতের রাজ্য পুনগঠনের দুটি প্রধান ভিত্তি উল্লেখ কর? Madhyamik 2009/ 2018
উত্তর বিভিন্ন কারণে ভারতের রাজ্য পুনগঠন হয়েছিল। মূল ভিত্তিগুলি হল ১ ভাষা ২ সংস্কৃতিক ৩ ভৌগোলিক ঐক্য ৪ প্রশাসনিক সুবিধা ৫ অর্থনৈতিক স্থিতিশীলতা এবং কর্মক্ষমতা উন্নয়নের জন্য ১৯৫৬ সালে ভাষার ভিত্তিতে রাজ্য পুনগঠন হয়েছিল।
2. ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল কোন কোন দুটি রাজ্যের রাজধানী হিসাবে পরিগনিত হয়? Madhyamik 2011
উত্তর- ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল চন্ডিগড় এই দুই পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের রাজধানী হিসেবে পরিগণিত হয়।
3. তাল কি?
কৌর কি?
দহ কি?
বিল কি? (একই উত্তর হবে) Madhyamik 2016
উত্তর- তাল কথাটির অর্থ হল, জলাভূমি বা হ্রদ। ভূ- বৈজ্ঞানিকদের মতে বিভিন্ন নদীর দ্বারা হিমালয় পর্বতের ক্ষয়জাত পলি সঞ্চয়ের ফলে যে বৃহৎ সমভূমিটির সৃষ্টি হয়েছে এই সমভূমি অঞ্চলের নদী সমূহ দ্বারা সৃষ্ট জলাভূমিকে স্থানীয় ভাষায় তাল বা কৌর বা দোহ বা বিল বলে।
4. গঙ্গার তিনটি উপনদীর নাম লেখ? Madhyamik 2003
উত্তর- গঙ্গার দীর্ঘতম ডান তীরের উপনদী হল 1 যমুনা ২ শোন এবং বাম তীরের উপনদী হল 3 গোমতী 4 রামগঙ্গা।
5 ভারতের দুটি পশ্চিমবাহিনী নদীর নাম লেখ? Madhyamik 2015
উত্তর- ভারতের দুটি পশ্চিমবাহিনী নদীর নাম হল নর্মদা এবং তাপ্তি।
6. গঙ্গাকে আদর্শ নদী বলা হয় কেন? Madhyamik 2013
উত্তর- গঙ্গাকে আদর্শ নদী বলার কারণ হলো গঙ্গার নদীর উৎসাহ থেকে মোহনা পর্যন্ত গঙ্গা নদীর গতিপথে উচ্চ-মধ্য ও নিম্ন এই তিনটি গতি লক্ষ্য করা যায় তাই গঙ্গা নদীকে আদর্শ নদী বলা হয়।
7. ভারতের চারটি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম লেখ?
উত্তর- (1)আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (2) দমন ও দিউ (3) চন্ডিগড় (4) পুদুচেরি।
8. দক্ষিণ ভারতের যেকোনো দুটি গিরিপথের নাম লেখ?
উত্তর- দক্ষিণ ভারতের দুটি গিরিপথের নাম হল (1) পুনের সন্নিকটে ভোরঘাট গিরিপথ (2) নাসিকের সন্নিকটে থলঘাট গিরিপথ।
9. ভারতে বছরে দুবার বৃষ্টিপাত হয় এমন দুটি অঞ্চলের নাম লেখ?
উত্তর- ভারতে দুবার বৃষ্টিপাত হয় এমন দুটি অঞ্চলের নাম হল (1) পাঞ্জাব হরিয়ানা (2) তামিলনাড়ুর করমন্ডল উপকূল।
10. ভারতের দুটি বৃষ্টিচ্ছায়া অঞ্চলের নাম লেখ?
উত্তর- ভারতের দুটি বৃষ্টি ছায়া অঞ্চলের নাম হল (1) পশ্চিমঘাট পাহাড়ের পূর্ব ঢাল (2) মেঘালয়ের শিলং।
11. ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয়?
উত্তর- ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মেঘালয়ের মৌসিনরাম।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Comment form message