সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

নবম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায় - WB class 9 history chapter 7 in Bangla

নবম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায় জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ (ইউনাইটেড নেশনস)

জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ - (লিগ অফ নেশনস) ইউনাইটেড নেশনস থেকে Important Question And Answer এবং সঠিক উত্তর বেছে লেখো। শূন্যস্থান পূরণ কর, Short Question এবং বিভিন্ন পরীক্ষায় এসেছে এমন সব প্রশ্ন উত্তর লিখেছি। পরীক্ষা যাতে তোমাদের ভালো রেজাল্ট হয় এবং ক্লাস নাইন জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ Solution এবং Question Answer, Notes, Suestion লিখেছি। সমস্ত ছাত্রছাত্রীদের বলছি আমার এই ব্লগটি নবম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায় - wb class 9 history chapter 7 in Bangla তোমরা ভালোভাবে কোশ্চেন আনসার গুলো পড়ো এবং তার সলিউশন গুলো ভালোভাবে পড়ো তাতে তোমাদের রেজাল্ট ভালো হবে।


WB class 9 history chapter 7 in Bangla

নবম শ্রেণীর ইতিহাস : সপ্তম অধ্যায় | WB class 9 history chapter 7 in Bangla

সঠিক উত্তর নির্বাচন কর

1. লীগ অফ নেশনস কুড়ি বছরের মধ্যে 1920 - 1939 মোট কয়টি অসন্তোষের মীমাংসা করেছিল-

[A] 40 টি

[B] 50 টি

[C] 60 টি

[D] 80 টি

উত্তর- [A] 40 টি

2. জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনস অরগানাইজেশন স্থাপিত হয়-

[A]1919 সালে

[B] 1945 সালে

[C] 1946 সালে

[D] 1920 সালে

উত্তর- [B] 1945 সালে

3. লীগ অফ নেশনস এর স্থায়ী সদস্য কত-

[A] 4 টি

[B] 5 টি

[C]6 টি

[D] 7 টি

উত্তর- [C] 6 টি

4. জাতিপুঞ্জো বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন এর সদস্য রাষ্ট্রর সংখ্যা হলো-

[A] 190 টি

[B] 192 টি

[C] 200 টি

[D] 205 টি

উত্তর- [B] 192 টি

5. কমনওয়েলথ এর সদস্য রাষ্ট্রের সংখ্যা হলো-

[A] 46 টি

[B] 42 টি

[C] 48 টি

[D] 50 টি

উত্তর- [C]  48 টি

6. আনুষ্ঠানিকভাবে কত খ্রিস্টাব্দে জাতিসংঘের অবলুপ্তি ঘোষনা হয়-

[A] 1940 খ্রিস্টাব্দে

[B] 1946 খ্রিস্টাব্দে

[C] 1950 খ্রিস্টাব্দে

[D] 1954 খ্রিস্টাব্দে

উত্তর- [B] 1946  খ্রিস্টাব্দে

7. জাতিসংঘ প্রতিষ্ঠা হয়-

[A] 1920 খ্রিস্টাব্দে

[B] 1919 খ্রিস্টাব্দে

[C] 1925 খ্রিস্টাব্দে।

[D] 1918 খ্রিস্টাব্দে

উত্তর- [A] 1920 খ্রিস্টাব্দে


একটি বা দুটি শব্দে উত্তর দাও। নবম শ্রেণীর ইতিহাস : জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ সপ্তম অধ্যায়|class 9 history chapter 7 

1. প্রথম বিশ্বযুদ্ধের বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য কবে তৈরি হয়েছিল লিগ অফ নেশনস?

উত্তর- ১৯১৯ সালে প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য তৈরি হয়েছিল লিগ অফ নেশনস।

2. প্রথম বিশ্বযুদ্ধের পর লিগ অফ নেশনস্ এর  সদর কার্যালয় কোথায় ছিল?

উত্তর- প্রথম বিশ্বযুদ্ধের পর লিগ অফ নেশনস্ এর সদর কার্যালয় ছিল সুইটজারল্যান্ডের জেনেভা শহরে।

3. লীগ অফ নেশনস বা জাতিসংঘের অস্তিত্ব লুপ্ত কখন হয়?

উত্তর- দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে লীগ অফ নেশনস বা জাতিসংঘের অস্তিত্ব লুপ্ত হয়।

4. জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনস অরগানাইজেশন সদর কার্যালয় কোথায় অবস্থিত?

উত্তর- জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনস অরগানাইজেশন আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত।

5. কত খ্রিস্টাব্দে জাতিসংঘের অবলুপ্তি ঘটে?

উত্তর- ১৯৪৬ খ্রিস্টাব্দে জাতিসংঘের অবলুপ্তি ঘটে।

6. কত খ্রিস্টাব্দে সোভিয়েত রাশিয়া জাতিসংঘে যোগদান করে?

উত্তর- ১৯৩৪ খ্রিস্টাব্দে সোভিয়েত রাশিয়া জাতিসংঘে যোগদান করে।

7. কত খ্রিস্টাব্দে জাতিসংঘের শেষ অধিবেশন বসে?

উত্তর- ১৯৪৬ খ্রিস্টাব্দে জাতিসংঘের শেষ অধিবেশন বসে।

8. লীগ অফ নেশনস এর প্রথম মহাসচিব কে ছিলেন?

উত্তর- লীগ অফ নেশনস এর প্রথম মহাসচিব ছিলেন স্যার এরিক ড্রুমন্ড।

9. জাতিসংঘের জনক কে ছিলেন? 

উত্তর- জাতিসংঘের জনক ছিলেন মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন।

10. জাতিসংঘের মূল উদ্দেশ্য কি ছিল?

উত্তর- জাতিসংঘের মূল উদ্দেশ্য ছিল বিশ্বশান্তি প্রতিষ্ঠা করা।

11. কোন দেশ জাতিসংঘের লীগ পরিষদের স্থায়ী সদস্য থাকার সত্ত্বেও জাতিসংঘে যোগ দেয় নি?

উত্তর- আমেরিকা জাতিসংঘের লীগ পরিষদের স্থায়ী সদস্য থাকার সত্ত্বেও জাতিসংঘে যোগ দেয় নি।

12. FAO এর পুরো নাম কি?

উত্তর- FAO এর পুরো নাম Food And Agricultural Organisation [খাদ্য ও কৃষি সংস্থা।

13. WHO কথাটির পুরো নাম কি?

উত্তর- হু কথাটির পুরো নাম হলো World Health Organisation. [বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

14.. UNICEF কথাটির পুরো নাম কি?

উত্তর- UNICEF কথাটির পুরো নাম হলো United Nations International Children Emergency Fund. (আন্তর্জাতিক শিশু উন্নয়ন বিষয়ক জরুরী তহবিল)।

15.. UNCTAD এর পুরো নাম কি?

উত্তর- UNCTAD এর পুরো নাম হলো- United Nations Conference on Trade and Development.

16 . UNESCO এর পুরো নাম কি?

উত্তর- UNESCO এর পুরো নাম হল- United Nations Educational Scientific & Cultural Organisation. (শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিক সংস্থা)।

17. IMF এর পুরো নাম কি?

উত্তর- IMF এর পুরো নাম হলো- International Monetary Fund (আন্তর্জাতিক অর্থ তহবিল)।

18. ILO এর পুরো নাম কি?

উত্তর- ILO এর পুরো নাম হলো- International Labour Organisation. (আন্তর্জাতিক শ্রমিক সংস্থা)।

19. UNRRA (আনরা ) এর পুরো নাম কি?

উত্তর- United Nations Relief And Rehabiliation Administration.

20. জাতিসংঘের সবচেয়ে ক্ষমতাশালী সংস্থার নাম কি?

উত্তর- জাতিসংঘের সবচেয়ে ক্ষমতাশালী সংস্থার নাম হলো সাধারণ সভা।

21. NATO কথাটির পুরো নাম কি?

উত্তর- NATO কথাটির অর্থ হল North Atlantic treaty organisation.

22. সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় সদস্য রাষ্ট্র কজন প্রতিনিধি পাঠাতে পারে?

উত্তর- সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় সদস্য রাষ্ট্রে পাঁচজন (৫) প্রতিনিধি পাঠাতে পারে।

23. UNO এর চুক্তিপত্রে প্রাথমিকভাবে কতগুলি দেশ স্বাক্ষর করেছিলেন?

উত্তর- UNO এর চুক্তিপত্রে প্রাথমিকভাবে ৫১ টি দেশ স্বাক্ষর দিয়েছিলেন।

24. জাতিপুঞ্জের সনদ কার্যকরী কত খ্রিস্টাব্দে হয়?

উত্তর- ১৯৪৫ খ্রিস্টাব্দের ২৫ অক্টোবর জাতিপুঞ্জের সনদ কার্যকারী হয়।

25. জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব কে দেন?

উত্তর- জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দেন জহরলাল নেহেরু।

26. জাতিপুঞ্জের প্রাক্তন মহাসচিব এর নাম কি?

উত্তর- কোফি আন্নান ছিলেন জাতিপুঞ্জের প্রাক্তন মহাসচিব।

27. জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির সংখ্যা কত?

উত্তর- জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির সংখ্যা হল ১৫ জন।

28. আন্তর্জাতিক শ্রমিক সংস্থা মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত?

উত্তর- জেনেভা শহরে আন্তর্জাতিক শ্রমিক সংস্থার মুখ্য কার্যালয় অবস্থিত।

29. কজন বিচারপতিকে নিয়ে আন্তর্জাতিক বিচারালয় গঠিত হয়?

উত্তর- ১৫ জন বিচারপতি কে নিয়ে আন্তর্জাতিক বিচারালয় ঘটিত হয়।

30. প্রতিবছর কোন দিনটিতে রাষ্ট্রসংঘ দিবস হিসেবে পালিত করা হয়?

উত্তর- প্রতিবছর ২৪ শে অক্টোবর দিনটিকে রাষ্ট্রসংঘ দিবস হিসেবে পালিত করা হয়।


সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর : মান ২ | নবম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায় প্রশ্ন উত্তর|WB class 9 history chapter 7 - class 9 history suggestion


1. জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনস অরগানাইজেশনস কেন গড়ে তোলা হয়েছিল?

উত্তর- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শান্তি ও ভ্রাতৃত্ব গড়ে তুলতে এই জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনস অরগানাইজেশন  গড়ে তোলা হয়।

2. লীগ অফ নেশনস কেন তৈরি করা হয়েছিল? 

উত্তর- প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য লিগ অফ নেশন তৈরি করা হয়েছিল।

3. United Nations (ইউনাইটেড নেশনস) কথাটি প্রথম কে বলেছিলেন?

উত্তর- United Nations কথাটি প্রথম বলেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ফ্রেঙ্কলিন ডি রুজভেল্ট।

4. G-4 গোষ্ঠীভুক্ত দেশগুলির নাম লেখ?

উত্তর- ভারত, জাপান, জার্মানি ও ব্রাজিল এই চারটি দেশ G-4 গোষ্ঠীভুক্ত দেশ।

5. লীগ অফ নেশনস বা জাতিসংঘের উৎপত্তির কারণ কি? অথবা টীকা লেখো লীগ অফ নেশনস বা জাতিসংঘ।

উত্তর- প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসলীলা অব্যবহিত পরেই পৃথিবীব্যাপী মানুষের মধ্যে আতঙ্ক, হতাশার শোক ছায়া নেমে এসেছিল। এই আতঙ্কের চির সমাপ্তি ঘটিয়ে বিশ্বে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্দেশ্যে মানুষ একত্রিত হয়ে ওঠে। শান্তিপ্রিয় মানুষের এইরূপ মনোভাব থেকেই লিগ অফ নেশনস বা জাতিসংঘের উৎপত্তি হয়।

6. জাতিসংঘের অঙ্গ কি কি? অথবা জাতিসংঘের অঙ্গ গুলি লেখ।

উত্তর- জাতিসংঘের অঙ্গ গুলি হল- 1 সাধারণ সভা 2 লীগ পরিষদ  3 সচিবালয়  4 আন্তর্জাতিক বিচারালয়  5 আন্তর্জাতিক শ্রমিক সংগঠন।

7. লিগ অফ নেশনস বা জাতিসংঘের কয় ধরনের সদস্য ছিল? ও কি কি?

উত্তর- জাতিসংঘের দুই ধরনের সদস্য ছিল- [এক] মূল বা প্রতিষ্ঠাতা সদস্য  [দুই] সাধারণ সদস্য।

8. জাতিসংঘ প্রতিষ্ঠার সময় এর সদস্য সংখ্যা কত ছিল?

উত্তর- 1920 খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠার সময় এর 40 জন সদস্য সংখ্যা ছিল।

9. আন্তর্জাতিক বিচারালয় কোথায় গঠিত হয়?

উত্তর- আন্তর্জাতিক চুক্তি, বিভিন্ন আইনি সমস্যার সুষ্ঠভাবে মীমাংসার জন্য হল্যান্ডের রাজধানী হেগ শহরে আন্তর্জাতিক বিচারালয় গঠিত হয়।

10. কবে জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়?

উত্তর- ১৯৪৫ খ্রিস্টাব্দের ২৪ শে অক্টোবর জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়।

11. লীগ অফ নেশনস বা জাতিসংঘের উদ্দেশ্য কি ছিল?

উত্তর- লিগ কনভেন্ট বা জাতিসংঘের সংবিধানে লীগের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে পারস্পরিক আলোচনা বা বোঝাপড়ার মাধ্যমে আন্তর্জাতিক সমস্যার সমাধান করে বিশ্বশান্তি প্রতিষ্ঠা করা। যুদ্ধ মুক্ত পরিবেশ তৈরি করা এবং শান্তি প্রতিষ্ঠা করা প্রতিটি সদস্য রাষ্ট্রের প্রধান কাজ এর জন্য বিশেষ কয়েকটি নীতি নির্ধারণ করা হযেছিল।

1 যদি কোন  রাষ্ট্র অন্যায় ভাবে অন্য কোন রাষ্ট্রের ওপর আক্রমণ করে তবে ওই আক্রমণকারী রাষ্ট্রের বিরুদ্ধে লীগ অফ নেশনস প্রয়োজনে অর্থনৈতিক প্রতিবন্ধকতা লাগাতে পারে এবং সামরিক সাহায্যও দেবে। 

2 বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করার জন্য  আন্তর্জাতিক চুক্তি, আইনকানুন মেনে চলতে বাধ্য করানো।

৩ পারস্পরিক ন্যায়নীটি ও সততার ভিত্তিতে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা।

4 বিশ্বে স্বাস্থ্য, সামাজিক কল্যাণ, আর্থিক  দিক দিয়ে অবহেলিত বা পিছিয়ে পরা নারী, শিশু, শ্রমিক সম্প্রদায়কে সাহায্য করা।

5 কূটনীতি না করে ন্যায়নীতি ও সততার ভিত্তিতে আন্তর্জাতিক সমস্যা গুলি সমাধান করা।

12. লিগ অফ নেশনস বা জাতিসংঘের কবে সূচনা হয়? লীগের সর্বপ্রথম অধিবেশন কবে বসে? এবং কার নেতৃত্বে হয়? 

উত্তর- ১৯১৯ খ্রিস্টাব্দের ২৮ শে এপ্রিল লিগ অফ নেশনস বা জাতিসংঘের সূচনা হলেও ১৯২০ খ্রিস্টাব্দের ১০ই জানুয়ারি লীগের সর্বপ্রথম অধিবেশন আরম্ভ হয় এবং এই অধিবেশনের  সভাপতিত্ব করেন উইলসন।

13. কোন ধারা অনুসারে, জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থা হিসেবে পরিচিতি লাভ করে?

উত্তর- জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থা হিসেবে পরিচিত লাভ করে লিগ কভেনান্টের ধারা অনুসারে।

14. জাতিপুঞ্জের ৩৯ নং ধারায় কি বলা হয়েছে?

উত্তর- জাতিপুঞ্জের ৩৯ নং ধারায় বলা হয়েছে যে বিশ্বের কোথাও যদি কেউ বা কোন দেশ বা রাষ্ট্র যদি শান্তি শান্তি-শৃঙ্খলা বিঘ্ন ঘটাবার চেষ্টা করে বেবিঘ্নিত করার চেষ্টা করে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

15. লন্ডন ঘোষণাপত্র বলতে কি বুঝ?  অথবা

Q. সম্মিলিত জাতিপুঞ্জ গঠনের প্রথম পদক্ষেপ সম্বন্ধে লেখো?

উত্তর- ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এর প্রতিনিধিগণ ১৯৪১ খ্রিস্টাব্দের জুন মাসে একটি ঘোষণাপত্রের দ্বারা বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে লন্ডনে মিলিত হয়ে একটি আন্তর্জাতিক সংগঠন তৈরি করার প্রস্তাব দেন এই ঘোষণাপত্রটিই লন্ডন ঘোষণাপত্র নামে পরিচিত।

16. সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ কবে ঘোষিত হয়েছিল? এর উদ্যোক্তা কে ছিলেন?

উত্তর- সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ ১৯৪১ খ্রিস্টাব্দে ঘোষিত হয়েছিল।

সম্মিলিত জাতিপুঞ্জের উদ্যোক্তা ছিলেন মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল।


Conclusion- 

আমি এই ব্লগে অর্থাৎ WB class 9 history : chapter 7 in Bangla- (নবম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায়) সঠিক উত্তর নির্ণয় কর। একটি বা দুটি শব্দে প্রশ্ন উত্তর দাও। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও। এবং বইয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর লিখেছি। বিভিন্ন স্কুলে পরীক্ষায় যেসব প্রশ্ন এসেছে তার উত্তর লিখেছি যাতে ছাত্রছাত্রী তোমরা  উপকৃত হও এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। ভালো লাগলে তোমরা অন্য ছাত্রছাত্রীদেরকে শেয়ার করে দিও।


FAQ-

FAQ 1.সম্মিলিত জাতিপুঞ্জের সচিবালয় কোথায় অবস্থিত?

উত্তর- সম্মিলিত জাতিপুঞ্জের সচিবালয় আমেরিকার নিউইয়র্ক শহরে অবস্থিত।

FAQ 2. সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধান এর নাম কি? Ok

উত্তর- সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম হল সনদ।

FAQ 3. সম্মিলিত জাতীপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কারা?

উত্তর- সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হল ৫ । স্থায়ী সদস্যগুলি হল (1)ব্রিটেন  (2) ফ্রান্স (3) আমেরিকা (4) চীন ও (5) রাশিয়া।

FAQ 4. জাতিসংঘের বর্তমান মহাসচিব কে?

উত্তর- জাতিসংঘের বর্তমান মহাসচিব হলেন আন্তেনিও গুতেরেস।

FAQ 5 সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কয়টি ধারা আছ?

উত্তর- সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ১৯ টি অধ্যায় ও ১১১ টি ধারা আছে।













মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর (অতি গুরুত্বপূর্ণ) - class 10 Bengali question answer

জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর (অতি  জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর (অতি গুরুত্বপূর্ণ) class 10 Bengali  গুরুত্বপূর্ণ) | class 10 Bengali question answer আশাপূর্ণা দেবী জ্ঞানচক্ষু জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর (অতি গুরুত্বপূর্ণ) | class 10 Bengali question answer আশাপূর্ণা দেবী জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর (অতি গুরুত্বপূর্ণ) | class 10 Bengali question answer আশাপূর্ণা দেবী জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর (অতি গুরুত্বপূর্ণ) | class 10 Bengali question answer :   জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর (অতি গুরুত্বপূর্ণ)  | class 10 Bengali question answer -  মাধ্যমিক বাংলা প্রশ্ন উত্তর জ্ঞানচক্ষু গল্পের সাজেশন 2024 সূচিপত্র - index জ্ঞানচক্ষু গল্পের বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর জ্ঞানচক্ষু গল্পের শূন্যস্থান পূরণ করো জ্ঞানচক্ষু গল্পের ঠিক ভুল নির্ণয় কর জ্ঞানচক্ষু গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর মান 2 জ্ঞানচক্ষু গল্পের রচনাধর্মী প্রশ্ন উত্তর মান 5     জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর MCQ. জ্ঞানচক্ষু গল্পের বহুবিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর। 1. কোন পত্রিকার  সম্পা...

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় - জীববিদ্যা ও মানবকল্যাণ | Class 9 Life Science 4th Chapter Wbbse

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় -  জীববিদ্যা ও মানবকল্যাণ | Class 9 Life Science 4th Chapter WBBSE আমি এখানে নবম শ্রেণীর জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় - জীববিদ্যা ও মানবকল্যাণ class 9 life science 4th chapter wbbse থেকে MCQ, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর এবং chapter 4 এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সম্বন্ধে সহজ ভাষায় লিখেছি। তোমরা ভালোভাবে এই প্রশ্ন উত্তর গুলো পড়ো, এতে তোমাদের ভালো রেজাল্ট হবে। নবম শ্রেণীর জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় জীববিদ্যা ও মানবকল্যাণ | class 9 life science 4th chapter wbbse A. সঠিক উত্তরটি নির্বাচন কর। 1.   কোন রোগে দেহের স্বাভাবিক ইমিউনিটি নষ্ট হয়ে যায়- [A] যক্ষা [B] পোলিও   [C] হেপাটাইটিস বি [D] AIDS   উত্তর- [D] AIDS 2.  AIDS রোগ সংক্রামিত হয় না- [A] একসঙ্গে কথা বললে। [B] করমর্দন [C] যৌন মিলন  [D] রক্তসঞ্চারণ উত্তর- [A] একসঙ্গে কথা বললে এবং [B] করমর্দন। 3.  প্রথম গুটি বসন্তের টিকা বা ভ্যাকসিন আবিষ্কার হয়- [A] 1780 খ্রিস্টাব্দে [B] 1790 খ্রিস্টাব্দে [C] 1796 খ্রিস্টাব্দে [D] 1792 খ্রি...